স্বপ্নভূমি ডেস্ক : যশোরে বিএনপি অফিসে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের মামলায় সন্দেহভাজন হিসেবে নাইমুর রহমান জিতু (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি শহরের বারান্দীপাড়া সরদারপাড়ার বাসিন্দা ও আওয়ামী লীগ নেতা জাকির হোসেন রাজিবের ছেলে। জাকির ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
কোতয়ালি থানার এসআই মেহেদী হাসান জানান, শুক্রবার (২২ আগস্ট) লালদিঘিরপাড় এলাকা থেকে জিতুকে আটক করা হয়। তিনি এমএম কলেজের শিক্ষার্থী এবং ছাত্রলীগের সক্রিয় কর্মী। গত বছরের ৪ আগস্ট আওয়ামী লীগের মিছিল থেকে কিছু সন্ত্রাসী লালদিঘিরপাড়স্থ বিএনপি অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায়। এ ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়, যার এক আসামি জিতু। শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
অন্যদিকে জিতুর পরিবার দাবি করেছে, তাদের একটি সামাজিক অনুষ্ঠান চলাকালীন সময়ে পুলিশ মূলত রাজিবকে খুঁজতে যায়। রাজিবকে না পেয়ে তার ছেলে জিতুকে আটক করে পুলিশ।